Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

অনুসন্ধান করুন

# শিরোনাম স্থান কিভাবে যাওয়া যায় যোগাযোগ
নিভৃতে নিসর্গ পার্ক, চকরিয়া

চাইলে নিজস্ব তাবু কর েথাকতে পারেন... তবে

পার্কের আশপাশে থাকার কোনো জায়গা নেই। রাতে থাকতে চাইলে আপনাকে চকরিয়া শহরে চলে আসতে হবে। সেখানে মোটামুটি মানের হোটেল আছে। আর যদি পরিকল্পনা থাকে কক্সবাজার যাওয়ার, তাহলে চকরিয়া থেকে দেড় ঘণ্টা পথ দূরত্বে কক্সবাজার চলে যেতে পারেন। 

পার্কের আশপাশে থাকার কোনো জায়গা নেই। রাতে থাকতে চাইলে আপনাকে চকরিয়া শহরে চলে আসতে হবে। সেখানে মোটামুটি মানের হোটেল আছে। আর যদি পরিকল্পনা থাকে কক্সবাজার যাওয়ার, তাহলে চকরিয়া থেকে দেড় ঘণ্টা পথ দূরত্বে কক্সবাজার চলে যেতে পারেন।

ঢাকা থেকে পর্যটনে কিভাবে যাবেন : ঢাকা থেকে কক্সবাজারগামী বাসে উঠতে হবে। কক্সবাজার জেলার চকরিয়া সদরে নেমে আনোয়ার শপিং কমপ্লেক্সের সামনে সিএনজি যোগে পর্যটনে যাওয়া যাবে। সিএনজি ভাড়া জনপ্রতি ৫০টাকা এবং রির্জাভ ভাড়া ২৫০-৩০০ টাকা ।

কক্সবাজার থেকে পর্যটনে কিভাবে যাবেন : কক্সবাজার থেকে চকরিয়াগামী বাসে উঠতে হবে। চকরিয়া পৌর সদরে নেমে আনোয়ার শপিং কমপ্লেক্সের সামনে সিএনজি যোগে পর্যটনে যাওয়া যাবে। সিএনজি ভাড়া জনপ্রতি ৫০টাকা এবং রির্জাভ ভাড়া ২৫০-৩০০ টাকা ।

চেয়ারম্যান, সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ

বঙ্গবন্ধু সাফারি পার্ক

চকরিয়া, কক্সবাজার

বঙ্গবন্ধু সাফারি পার্কটি কক্সবাজার জেলা সদর থেকে ৪৮ কিলোমিটার উত্তরে এবং চকরিয়া থানা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে,কক্সবাজার জেলা সদরের দক্ষিণ বন বিভাগের ফাসিয়াখালি রেঞ্জের ডুলাহাজারা ব্লকে অবস্থিত।দূরপাল্লার যে কোন বাস, সৌদিয়া পরিবহন, এস.আলম পরিবহন, সেন্টমাটিন পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন,মর্ডাণ পরিবহনে করে কক্সবাজার যেতে হবে। আপনি চাইলে চট্টগ্রাম থেকেও যেতে পারেন। কক্সবাজার শহর থেকে সিএনজি চালিত অটোরিক্সা কিংবা মাইক্রোবাস অথবা পাবলিক বাসে করে যেতে পারেন সাফারী পার্কে।

Bangabandhu Sheikh Mujib Safari Park 

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান- পর্যটন কেন্দ্র(ইকোট্যুরিজম)

চকরিয়া, কক্সবাজার

যাতায়াত ব্যবস্থাঃ
মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পরিবেশ বান্ধব পর্যটন কক্সবাজার-চট্টগ্রাম মহসড়কের পাশেই অবস্থিত। ঢাকা-চট্টগ্রাম থেকে আসলে কক্সবাজারগামী বাসে করে সরাসরি স্পটেই (লোকাল নাম মেদাকচ্ছপিয়ার ঢালা) নামতে পারবেন। অথবা চকরিয়া বাস টার্মিনাল বা পুরাতন বাস স্টেশনে নেমে লোকাল গাড়িতে করে আসতে পারেন। এই রোডে মিনিবাস (চকরিয়া সার্ভিস) হাইয়েস, মাহিন্দ্রা ও ম্যাজিক গাড়ি যাতায়াত করে। দূরত্ব ১৭ কিলোমিটার এবং ভাড়া নিবে ২০-২৫ টাকা । আর কক্সবাজার থেকে আসলে কক্সবাজার বাস টার্মিনাল হতে কক্সবাজার টু চকরিয়া সরাসরি বাস সার্ভিস (কক্স স্পেশাল সার্ভিস ও সরাসরি টেকনাফ-কক্সবাজার স্পেশাল সার্ভিস) রয়েছে। অথবা মিনিবাস (চকরিয়া সার্ভিস), হাইয়েস এ করেও আসতে পারেন। দূরত্ব ৪২ কিলোমিটার এবং ভাড়া সরাসরির ক্ষেত্রে ৬০ টাকা ও মিনিবাস, হাইয়েস ৪০ টাকা নিবে।

 

আনন্দময় ভ্রমণকালে পরামর্শঃ
• তথ্য ও ‍নিরাপত্তার জন্য পেশাদার ইকোগাইড নিয়োগ করুন।
• ভ্রমণকালে ময়লা আবর্জনা ডাস্টবিনে/ঝুড়িতে রাখতে হবে।
• কোনরূপ খাবারের অংশ বা উচ্ছিষ্ট, প্যাকেট, খোসা বা পানির বোতল বনে ফেলে আসা যাবে না।
• জোরে শব্দ করা বা উচ্চস্বরে মাইক বাজানো যাবে না।
• রাতের বেলা অবস্থান করলে অস্বাভাবিক উজ্জ্বল আলো তৈরি করা যাবে না।
• পাখি বা বন্যপ্রাণী লক্ষ্য করে ঢিল ছুড়া যাবে না কিংবা অন্য কোন প্রকারে এদের নিরাপদ অবস্থান ও চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করা যাবে না।
• বন্যপ্রাণী বা পাখি ধরা যাবে না বা এদের জীবন হুমকির মধ্যে পড়ে এমন কোন কাজ করা যাবে না।
• কোন গাছপালা, বন জঙ্গল বা লতা পাতার ক্ষতিসাধন করা যাবেনা।
• ভ্রমণকালে প্রতিটি দর্শনার্থী একজন প্রকৃতিপ্রেমীর মত বিনা উপদ্রবে প্রাকৃতিক রূপ উপভোগ করবেন এটাই প্রকৃতিবান্ধব পর্যটনের প্রত্যাশা।

যোগাযোগঃ
♤ আমাদের ফেসবুক পেইজ www.facebook.com/medakacchapianationalpark
♤ মিনহাজুল কবির
একাউন্টস এন্ড এডমিন এসিস্টেন্ট
মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি
Facebook : www.facebook.com/minhazul Kabir.pekua
Email : minhaz.mknp@gmail.com
Mobile : 01824569853
♤ এস এম আবুল হোছাইন
সভাপতি,
মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি
০১৭১০১০৬৮২৮
♤ সৈয়দ আবু জাকারিয়া
রেঞ্জ অফিসার, ফুলছড়ি রেঞ্জ ও
সদস্য সচিব, মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটি
০১৭১১০১০৯১৩
♤ মোঃ আব্দুল কাইয়ুম
সাইট অফিসার
নেকম-ক্রেল প্রকল্প, চকরিয়া, কক্সবাজার।
০১৮১৮৯০৮১৯৯, ০১৭৩৬৩৮৪৪৪৫

শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির সানিদ্যে কিছু আনন্দময় মুহূর্ত কাটাতে চাইলে আজই চলে আসুন আমাদের পরিবেশ বান্ধব পর্যটন মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানে।