Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

প্রাচীনকাল থেকেই চকরিয়া উপজেলার জনেগাষ্ঠী ক্রীড়ামোদী। এ উপজেলায় ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা হলেও বিভিন্ন প্রকার গ্রামীণ ঐতিহ্যের সাথে সম্পৃক্ত খেলাধুলা এখানে ব্যাপকভাবে অনুষ্ঠিত হয়। অন্যান্য খেলার মধ্যে বলী খেলা (কুস্তি) পিছিয়ে নেই। প্রতি বছর বৈশাখ মাসে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বৈশাখী মেলা ও বলী খেলা অনুষ্ঠিত হয় । চকরিয়া পৌর মাঠ, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বি.এম চর হাই স্কুল মাঠ, বদরখালী কলোনাইজেশন হাই স্কুল মাঠ, ডুলাহাজারা ক্লাব মাঠ এ উপজেলার উল্লেখযোগ্য খেলার মাঠ।

 

ষাড়ের লড়াই, রাখাইন সাংগ্রেং খেলা এবং নৌকা বাইচ এই অঞ্চলের মানুষকে বেশ উদ্বেলিত করে।

 

(বিনোদন সংক্রান্ত তথ্য শীঘ্রই সন্নিবেশিত করা হবে।)