Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা

 

 

পর্যটন নগরী কক্সবাজার জেলার প্রবেশদ্বার চকরিয়া উপজেলা। পাহাড়-বন, নদী আর সমুদ্রের অভূতপূর্ব সম্মিলনে ঘেরা এ উপজেলাটি নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর। বাংলাদেশের চিংড়ি এবং লবণ উৎপাদনে চকরিয়া অন্যতম প্রধান একটি উপজেলা। ক্রমবর্ধিষ্ণু লবনাক্ততা এ উপজেলার সবচেয়ে বড় শত্রু।এ উপজেলাবাসীর জীবনযাত্রার মান বেশ উন্নত হলেও আদিবাসী সম্প্রদায়ের দারিদ্র্যতা ও পশ্চাৎপদতা উল্লেখ করার মতো। এ উপজেলার সাধারণ জনগণ তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও তাদেল প্রযুক্তি গ্রহণে আগ্রহ অকৃত্তিম।

চকরিয়া উপজেলা জনগনের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখা এবং আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন, প্রযুক্তির উৎকর্ষতা সাধন এবং বিকল্প কর্মসংস্থান তৈরীতে সকলকে এক সাথে নিয়ে অগ্রসর হওয়ার লক্ষ্য নিয়েই উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

জনগণের দোরগোড়ায় সরকারী বেসরকারী সেবা পৌছনো, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরণ এবং জনগণকে তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবা গ্রহনে আগ্রহী করে তোলার মাধ্যমে তৃণমূল পর্যায়ে 'ডিজিটাল বাংলাদেশ' বাস্তবায়নে এ উপজেলাতেও নিয়োজিত আছে উদ্যামি একদল তরুন।

চকরিয়া উপজেলার তথ্য বাতায়ন বা ওয়েব পোর্টাল বিশ্বের জনগনের কাছে চকরিয়া উপজেলার চিত্র খুব সহজে উঠে আসবে। একই সাথে জনগন তার কাংখিত সেবা পাবে হাতের নাগালে।

চকরিয়া উপজেলার আপামর জন্সাধারণের মাধ্যমে দল মত নির্বিশেষে সকলে মিলে আসুন আমরা সুন্দর, উন্নত ও মডেল একটি উপজেলাতে রূপান্তরিত হই। আসুন, 'আলোকিত চকরিয়া' হোক আমাদের 

 

উপজেলা নির্বাহী অফিসার

চকরিয়া, কক্সবাজার।

ফোন : ০৩৪২২-৫৬০৫০