কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমি পাঁকা ঘর নির্মাণ করা হচ্ছে। ২ শতাংশ জমির উপর নির্মিত বাড়িটিতে থাকছে প্রতিটি ঘরে দুটি শয়নকক্ষ, একটি করে বারান্দা, রান্নাঘর ও বাথরুমসহ নানা সুযোগ-সুবিধা রাখা হয়েছে। ২০১৭ সালের তালিকা অনুযায়ী চকরিয়াতে মোট ৮৭৪ টি পরিবারকে ভূমিহীন ও গৃহহীন পরিবার হিসেবে চিহৃিত করে তালিকাভূক্ত করা হয়।প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বরাদ্ধকৃত ঘরগুলো উপজেলা প্রশাসন স্বচ্ছতার সাথে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে প্রথম ধাপে ১৮২টি, দ্বিতীয় ও তৃতীয় ধাপে ২৫০টি ঘর বরাদ্দ দেয়া হয়।
সর্বশেষ চতুর্থ ধাপে ১৯২ টি ঘরের বরাদ্দ দেওয়া হয়। এরপর ঘরগুলোর নির্মাণ কাজ সম্পন্ন করে ভূমিহীন ও গৃহহীন তালিকাভূক্ত উপকারভোগীদের কাছে ডকুমেন্ট সহ-বুঝিয়ে দেয়া হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস