এক নজরে চকরিয়া পৌরসভা
ক) সাধারণ তথ্যাবলি
প্রতিষ্ঠা : ১৪ ডিসেম্বর, ১৯৯৪ খ্রিঃ।
শ্রেণী : প্রথম শ্রেণীর পৌরসভা।
আয়তন : ১৫.৪২ বর্গ কিলোমিটার।
খ) জনসংখ্যা সংক্রান্ত তথ্যাবলি
মোট জননংখ্যা : ১,১৮,৫৪০ জন। (২০১০ সালে সংগৃহীত তথ্য)
পুরুষ জনসংখ্যা : ৬০,৪৭১ জন।
মহিলা জনসংখ্যা : ৫৮,০৬৯ জন।
মোট পরিবার সংখ্যা : ১১,০০০ টি (প্রায়)।
জনসংখ্যা বৃদ্ধির হার : ০২.০০%
পৌরসভায় জনসংখ্যার ঘনত্ব : ২,৫০০ জন।
গ) ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত তথ্যাবলি :
বাণিজ্যিক লাইসেন্সের সংখ্যা : ২৬৯৫ টি।
খুচরা দোকান : ১৪৩৫ টি।
পাইকারী দোকান : ১১৮৬ টি।
শপিং সেন্টার : ১০ টি।
বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা : ১৭ টি।
পৌরসভার মালিকানাধীন কমিউনিটি সেন্টার : নাই।
ব্যক্তি মালিকানাধীন কমিউনিটি সেন্টার : ০৩ টি।
ঘ) শিল্প-কারখানা সংক্রান্ত তথ্যাবলি :
ক্রঃ নং | শিল্প-কারখানার ধরণ | সংখ্যা |
০১ | পাটজাত | - |
০২ | সার/কীটনাশক | - |
০৩ | ঔষধ/রাসায়নিক শিল্প | - |
০৪ | প্লাস্টিক/প্লাস্টিকজাত | - |
০৫ | বস্ত্র | - |
০৬ | চামড়াজাত | - |
০৭ | কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ | - |
০৮ | স্টীল মিল/রোলিং মিল | - |
০৯ | বরফ কল | ০৫ টি |
১০ | রাইস মিল/ফ্লাওয়ার মিল | ১০ টি |
১১ | স’ মিল | ২১ টি |
১২ | পোল্ট্রি ফার্ম | ৩৩ টি |
১৩ | ডেইরী ফার্ম | ১৫ টি |
১৪ | অয়েল মিল | ০৩ টি |
১৫ | অন্যান্য | ০৯ টি |
ঙ) স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্যাবলি :
হাসপাতাল (বেসরকারি) : ০৪ টি।
স্বাস্থ্যকেন্দ্র/ক্লিনিক(বেসরকারি) : ০৪ টি।
চ) অবকাঠামো ও পৌরসেবা সংক্রান্ত তথ্যাবলি :
পাকা রাস্তা : ৮২.০০ কিলোমিটার।
কাঁচা রাস্তা : ৩০.০০ কিলোমিটার।
পাকা ড্রেইন : ০৮.০০ কিলোমিটার।
কাঁচা ড্রেইন : ২০.০০ কিলোমিটার।
হস্তচালিত নলকূপে পানি সরবরাহ : ১০০%
স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের হার : ৭৩%
কঠিন বর্জ্য অপসারণের হার : ১০০%
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস