Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পৌরসভা

 

 এক নজরে চকরিয়া পৌরসভা

 

ক) সাধারণ তথ্যাবলি

প্রতিষ্ঠা      :    ১৪ ডিসেম্বর, ১৯৯৪ খ্রিঃ।

শ্রেণী       :    প্রথম শ্রেণীর পৌরসভা।

আয়তন     :    ১৫.৪২ বর্গ কিলোমিটার।

 

খ) জনসংখ্যা সংক্রান্ত তথ্যাবলি

     মোট জননংখ্যা     :    ১,১৮,৫৪০ জন। (২০১০ সালে সংগৃহীত তথ্য)

     পুরুষ জনসংখ্যা    :    ৬০,৪৭১ জন।

     মহিলা জনসংখ্যা    :    ৫৮,০৬৯ জন।

     মোট পরিবার সংখ্যা :     ১১,০০০ টি (প্রায়)।

     জনসংখ্যা বৃদ্ধির হার :    ০২.০০%

     পৌরসভায় জনসংখ্যার ঘনত্ব : ২,৫০০ জন।

 

গ) ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত তথ্যাবলি :

বাণিজ্যিক লাইসেন্সের সংখ্যা : ২৬৯৫ টি।

খুচরা দোকান               : ১৪৩৫ টি।

পাইকারী দোকান             : ১১৮৬ টি।

শপিং সেন্টার                : ১০ টি।

 

বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা       : ১৭ টি।

পৌরসভার মালিকানাধীন কমিউনিটি সেন্টার : নাই।

ব্যক্তি মালিকানাধীন কমিউনিটি সেন্টার : ০৩ টি।

 

ঘ) শিল্প-কারখানা সংক্রান্ত তথ্যাবলি :

 

ক্রঃ নং

শিল্প-কারখানার ধরণ

সংখ্যা

০১

পাটজাত

-

০২

সার/কীটনাশক

-

০৩

ঔষধ/রাসায়নিক শিল্প

-

০৪

প্লাস্টিক/প্লাস্টিকজাত

-

০৫

বস্ত্র

-

০৬

চামড়াজাত

-

০৭

কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ

-

০৮

স্টীল মিল/রোলিং মিল

-

০৯

বরফ কল

০৫ টি

১০

রাইস মিল/ফ্লাওয়ার মিল

১০ টি

১১

স’ মিল

২১ টি

১২

পোল্ট্রি ফার্ম

৩৩ টি

১৩

ডেইরী ফার্ম

১৫ টি

১৪

অয়েল মিল

০৩ টি

১৫

অন্যান্য

০৯ টি

 

 

 

ঙ) স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্যাবলি :

হাসপাতাল (বেসরকারি)   :    ০৪ টি।

স্বাস্থ্যকেন্দ্র/ক্লিনিক(বেসরকারি) : ০৪ টি।

 

চ) অবকাঠামো ও পৌরসেবা সংক্রান্ত তথ্যাবলি :

পাকা রাস্তা : ৮২.০০ কিলোমিটার।

কাঁচা রাস্তা : ৩০.০০ কিলোমিটার।

 

পাকা ড্রেইন : ০৮.০০ কিলোমিটার।

কাঁচা ড্রেইন : ২০.০০ কিলোমিটার।

 

হস্তচালিত নলকূপে পানি সরবরাহ : ১০০%

 

স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের হার : ৭৩%

 

কঠিন বর্জ্য অপসারণের হার : ১০০%