পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত সব প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি নির্ধারণ করেছে সরকার।
রমজানে এসব প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টায় শুরু হবে; শেষ হবে বিকেল সাড়ে ৩টায়। এছাড়া রমজানে জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
সোমবার(০১ জুন’২০১৫) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ১৪৩৬ হিজরি সনের রমজান মাসের জন্য অফিসসূচি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।
তবে ব্যাংক-বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান এবং শিল্প কারখানা, জরুরি সেবাদান প্রতিষ্ঠানসমূহ নিজেদের সুবিধা অনুযায়ী অফিস সময় নির্ধারণ করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৮ বা ১৯ জুন থেকে শুরু হবে পবিত্র রমজান মাস।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস