গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
চকরিয়া, কক্সবাজার
স্মারক নং : ০৫.২০.২২১৬.১১৩.০৩.২০১৫-৯৪৮ তারিখঃ২৩/১২/২০১৫ খ্রিঃ।
বিষয় : উপজেলা পরিষদ ডিসেম্বর/১৫ মাসিক সভা।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আগামী ২৭/১২/২০১৫খ্রিঃ তারিখ বেলা ১২.০০ ঘটিকার সময় উপজেলা পরিষদ মাসিক ডিসেম্বর/১৫ সভা চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চকরিয়া এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তন “মোহনায়” অনুষ্টিত হবে।
উক্ত সভায় যথা সময়ে উপস্থিত থাকার জন্য আপনাকে অনুরোধ করা হলো ।
আলোচ্য সূচিঃ
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন
২। বিভিন্ন বিভাগীয় বিষয় নিয়ে আলোচনা।
৩। বিবিধ
স্বাক্ষরিত-
(মোহাম্মদ সাহেদুল ইসলাম)
উপজেলা নির্বাহী অফিসার
চকরিয়া, কক্সবাজার।
ফোন : ০৩৪২২-৫৬০৫০
১। উপজেলা.....................................কর্মকর্তা
২। চেয়ারম্যান..................................,ইউনিয়ন পরিষদ,চকরিয়া ।
স্মারক নং : ০৫.২০.২২১৬.০১৩.০২.১৪ - তারিখঃ /১২/২০১৫ খ্রিঃ।
অনুলিপি : সদয় অবগতি জন্য :-
০১। মাননীয় সংসদ সদস্য ২৯৪, কক্সবাজার-০১।
০২। জেলা প্রশাসক,কক্সবাজার ।
০৩। চেয়ারম্যান,উপজেলা পরিষদ,চকরিয়া ।
০৪। ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চকরিয়া।
০৫। অফিস কপি।
স্বাক্ষরিত-
উপজেলা নির্বাহী অফিসার
চকরিয়া, কক্সবাজার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস