টানা বর্ষণে চকরিয়ার মাতামুহুরী নদী সংলগ্ন পৌরসভার বাঁশঘাট কোচ পাড়ায় ১২ টি বসতঘর ক্ষতিগ্রস্তসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
গতকাল নদী ভাঙনে এসব ক্ষতিগ্রস্ত ঘর ও এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এ ছাড়া নদীভাঙ্গন রোধে টেকসই ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তাসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: ইয়ামিন হোসেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিনসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস