Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Notice
Details

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান এর বরণ অনুষ্ঠান গতকাল ২২ অক্টোবর রাতে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে। বিদায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিদায়-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম ও নবাগত ইউএনও মো.নুরউদ্দিন মোহাম্মদ শিবলী নোমান।

কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম সিরাজুল ইসলাম আজাদ, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, চকরিয়া উপজেলা সহকারি কমিশনার ভুমি খন্দকার ইফতিয়ার উদ্দিন আরাফাত, সাবেক সহকারি কমিশনার বর্তমান বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.দিদারুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া থানার ওসি মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, জেলা পরিষদের সদস্য অধ্যাপক সোলতান আহমদ, জেলা পরিষদের সদস্য আলহাজ আবু তৈয়ব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ডা.ফেরদৌসী আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আরা বেগম, সাবেক প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন, উপজেলা প্রকৌশলী রনী সাহা, আজিমুল ইসলাম সাবেক সহকারী প্রোগ্রামার, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, উপজেলা কৃষকলীগের সভাপতি চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, উপজেলা এনজিও ফোরামের সভাপতি মোহাম্মদ নোমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এনজিও সংস্থার কর্মকর্তা, আলেম-ওলামা, সাংবাদিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্থরের সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেছেন, পেশাগত দায়িত্বপালন বা অন্য কোন কাজের ক্ষেত্রে সব মানুষের মাঝে ভাল-মন্দ দুইটি দিক থাকে। চকরিয়া উপজেলার বিদায়ী ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম এ উপজেলায় কর্মকালীন সময়ে পেশাগত দক্ষতা ও সৎ কর্মের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি একজন সত্যিকার অথৈ নিষ্ঠাবান মানুষ। তিনি সরকারি প্রতিষ্ঠানে বসে চকরিয়াকে একটি আধুনিক উপজেলা হিসেবে তৈরী করতে কাজ করেছেন। তার ব্যাপক অবদানের কারনে আজ চকরিয়া উপজেলা উন্নয়নের ক্ষেত্রে অনেকদুর এগিয়ে গেছে। আশাকরি তিনি আগামী দিনের পথচলাও সেইভাবে শুরু করবেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, পেশাগত দক্ষতা ও সৎ কর্মের মাধ্যমে মানুষের সত্যিকার প্রতিচ্ছবি সমাজের সকলস্তরের মানুষের সামনে ভেসে উঠে। যেমনি বিদায়ী ইউএনও কর্মের গুনে তা প্রমাণ করেছেন। তিনি নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আহবান জানিয়ে বলেন, চকরিয়া উপজেলাকে আগামী দিনে একটি সমৃদ্ধ উপজেলা হিসেবে তৈরী করতে হলে আপনার সহযোগিতা বেশি প্রয়োজন। তাই চকরিয়া উপজেলার ৫লাখ মানুষের ভাগ্য উন্নয়নের পথপ্রদর্শক হিসেবে আপনাকে (নবাগত ইউএনও) সেই দায়িত্ব পালন করতে হবে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে চকরিয়া উপজেলাকে উন্নয়নের মাধ্যমে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করতে পারবে বলে অভিমত প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান। 

Images
Attachments
Publish Date
22/10/2017
Archieve Date
01/11/2017