Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
news
Details

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য এবং চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম। সভায় বিভিন্ন বক্তারা চকরিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বক্তব্য প্রদান করেন। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ করে চুরি, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধ নিয়ন্ত্রণে পৌরশহরের চিরিঙ্গায় লাগানো কোজ সার্কিট ক্যামেরাগুলো অকার্যকর হয়ে পড়েছে। অনেক ক্যামেরা চুরি হয়ে গেছে। এমনকি এসব ক্যামেরা নিয়ন্ত্রণের দায়িত্বে কারা রয়েছে তাও নিশ্চিত নয়। এ থেকে উত্তরণ ঘটাতে না পারলে সামনে কঠিন পরিস্থিতির সম্মুখিন হতে হবে সকলকে। এসব বক্তব্যের পরিপ্রেক্ষিতে চকরিয়া থানার অফিসার ইনচার্জ  বলেন, অচিরেই চকরিয়াকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে ভাল একটি ফলাফল উপহার দিতে সক্ষম হবে পুলিশ। এজন্য সর্বসাধারণের আন্তরিক সহায়তা কামনাসহ কোথায় কী অপরাধ হচ্ছে তা পুলিশকে জানানোর জন্য আহবান জানাচ্ছি।’ সভাপতির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোন মূল্যে স্বাভাবিক রাখতে আমাদের সবাইকে স্ব স্ব জায়গা থেকে কাজ করতে হবে। কোন সংস্থা বা দপ্তর একার পক্ষে এতবড় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা বেশ কঠিন। ইউএনও বলেন, আগামী চকরিয়া পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। এজন্য পুলিশসহ সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করবে। এছাড়াও অচল হয়ে পড়া চকরিয়া পৌরশহরের সিসি ক্যামেরাগুলোও সচল করা হবে। এসব ক্যামেরা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করারও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Images
Attachments
Publish Date
29/09/2022
Archieve Date
01/11/2022